Please enable javascript.IT Submission: করদাতাদের জন্য বড় স্বস্তি! বিশেষ সুবিধা-সহ AIS–এ নতুন আপডেট আনল CBDT - taxpayers gets a big relief as cbdt brings new update in income tax ais see details here | The Economic Times Bengali

IT Submission: করদাতাদের জন্য বড় স্বস্তি! বিশেষ সুবিধা-সহ AIS–এ নতুন আপডেট আনল CBDT

Edited by Sayantan Saha | The Economic Times Bengali | Updated: 15 May 2024, 8:19 pm

Annual Information Statement: অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে ভুল থাকলে সেই কারণে সমস্যার সম্মুখীন হয়ে পড়েন করদাতারা। অনেক সময় সেই ত্রুটি সংশোধন করার জন্য আবেদন করা হলেও তা সময় মতো সংশোধন করা হয় না। আদৌ এই সংশোধন করা হচ্ছে কিনা সেটিও জানার কোন সুযোগ থাকে না। এবার এই সমস্যারই সমাধান নিয়ে এল সিবিডিটি।

 
Taxpayers gets a big relief as CBDT brings new update in income tax AIS see details here
IT Submission: করদাতাদের জন্য বড় স্বস্তি! বিশেষ সুবিধা-সহ AIS–এ নতুন আপডেট আনল CBDT
আয়করের ক্ষেত্রে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট (AIS) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে এই স্টেটমেন্টে কোন ভুলভ্রান্তি হলে সমস্যার সম্মুখীন হয়ে পড়তে পারেন করদাতারা। অনেক করদাতাই তাদের অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে ভুল তথ্য পেয়ে থাকেন। ফলে বাধ্য হয়ে তাদের এই বিষয়ে অভিযোগ জানাতে হয়। কিন্তু, এই সংশোধনের আবেদন জমা দেওয়ার পরেই শুরু হয় সমস্যা। কারণ, একজন করদাতা হিসাবে আপনার আবেদন জমা করার পর, ব্যাঙ্কের মতো রিপোর্টিং সংস্থাগুলি এই ফিডব্যাকটির উপরে আদৌ কাজ করছে কী না, কিংবা সেই কাজ করার প্রক্রিয়াটিই বা কতদূর অগ্রসর হয়েছে, সেই বিষয়টি জানার কোন উপায় থাকে না। ফলে, রীতিমতো চিন্তায় পড়ে যান করদাতারা।
তবে, করদাতাদের জন্য রয়েছে সুখবর। এবার এই সমস্যারই একটি সমাধান নিয়ে এসেছে সিবিডিটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এআইএস –এর জন্য একটি নতুন ফাংশন চালু করেছে সংস্থাটি। এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনি আপনার ফিডব্যাকের ইনফরমেশন কনফার্মেশন প্রসেসের রিয়েল টাইম আপডেট পেতে সক্ষম হয়ে উঠবেন। সম্প্রতি এই আপডেটটি করা হয়েছে। ফলে, একটি বড়সড় চিন্তা থেকে মুক্তি পেতে চলেছেন করদাতারা। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) তথ্য নিশ্চিতকরণ প্রক্রিয়াটি কি অবস্থায় রয়েছে তা প্রদর্শন করার উদ্দেশ্যে AIS –এর বিভাগে এই আপডেটটি নিয়ে এসেছে।

সিবিডিটির পক্ষ থেকে 2024 সালের মে মাসের 13 তারিখে প্রকাশিত একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "তথ্য নিশ্চিতকরণ প্রক্রিয়া কী অবস্থায় রয়েছে সেই বিষয়টি প্রদর্শনের জন্য সিবিডিটির পক্ষ থেকে AIS –এ একটি নতুন ফিচার চালু করা হয়েছে। এই ফিচারটি প্রদর্শন করবে যে, করদাতার পক্ষ থেকে প্রদান করা প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কী না। এটি আংশিকভাবে অথবা সম্পূর্ণরূপে গ্রহণ করা হয়েছে নাকি প্রত্যাখ্যান করা হয়েছে, সেই বিষয়টিও জানিয়ে দেওয়া হবে।"

AIS–এ কী ভাবে এই নতুন ফিচারটি কাজ করবে?

AIS কমপ্লায়েন্স পোর্টালের মাধ্যমে এই সুবিধাটি পাওয়া যাবে। সকল করদাতারাই এই সুবিধাটি পাবেন। তবে, কমপ্লায়েন্স পোর্টালটি সরাসরি অ্যাক্সেস করা যাবে না। আপনাকে প্রথমে ই-ফাইলিং আইটিআর পোর্টালে লগ ইন করতে হবে এবং তারপর কমপ্লায়েন্স পোর্টালে যেতে হবে যা ‘পেন্ডিং অ্যাকশন’ ট্যাবের মধ্যে রয়েছে।

এটি কী ভাবে করদাতাদের সাহায্য করবে?

যদি অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট ভুল হয়, তাহলে আপনাকে অবশ্যই এটি সংশোধন করার জন্য আবেদন করতে হবে। তারপর বর্তমানে আপনি নতুন আপডেট অনুসারে এটির প্রক্রিয়াকরণ সম্পর্কে নিয়মিত আপডেট পাবেন। অতীতে এই সমস্যার কারণে একাধিক করদাতা সমস্যার সম্মুখীণ হয়ে পড়েছেন। কারণ, রিপোর্টিং সোর্স এই সংশোধন করার জন্য সময়মতো কাজ করেনি এবং তার ফলে AIS ও আয়কর রিটার্ন সংক্রান্ত ডেটার মধ্যে অমিল থাকার দরুণ করদাতাদের কাছে আয়কর সংক্রান্ত নোটিস এসে পৌঁছেছে। ফলস্বরূপ বিপাকে পড়ে গিয়েছেন করদাতা। এবার থেকে এই ধরনের সমস্যার সংখ্যা কমে যাবে বলে অনুমান করা হচ্ছে।

Sayantan Saha এর বিষয়ে
Sayantan Saha
Sayantan Saha Digital Content Producer
সায়ন্তন সাহা, The Economic Times বাংলার ডিজিটাল সাংবাদিক। 2018 সাল থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খবর ৩৬৫ দিন এবং সংবাদ প্রতিদিনে সাংবাদিকতা করেছেন। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি, ব্যাঙ্ক, পণ্য, পার্সোনাল ফিনান্স, MSME সংক্রান্ত সংবাদ লিখতে এবং রিপোর্টিংয়ে সাবলীল।Read More